Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

এখন সময়: মঙ্গলবার, ১৩ মে , ২০২৫, ১০:৩৩:১০ এম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে গতকাল সকাল ৮ টায়  আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের অধ্যক্ষ জামসিদুল হক মুনির সভাপতিত্বে উপাধ্যক্ষ শামীম রেজার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, সিনিয়র প্রভাষক তাপস রশিদ, রূপালী ব্যাংক দামুড়হুদা  শাখার ম্যানেজার আব্দুল খালেক, মেহেরপুর গাংনী উপজেলার মৎস্য কর্মকর্তা খঃ শহিদুর রহমান, মুদি ও মনোহরী সমিতির সভাপতি আলাউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতা শাহ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

 বিদ্যালয়ের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদের কোরআন তেলাওয়াত ও বর্ণী শিখার গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রুদ্র ও মিথিলার সঞ্চালনায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের  মধ্য দিয়ে কার্যক্রমটি শেষ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)