আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলমডাঙ্গা একাডেমী (আল ইকরা) ২০২২ সালের এসএসসি পরীক্ষায় এবারো সাফল্যের শীর্ষে রয়েছে। এবার বিদ্যালয় থেকে ৪ জন ট্যালেন্টপুল, ১৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তিসহ মোট ৫৯জন এ-প্লাস ও ৪ জন এ গ্রেডসহ শতভাগ পাস করেছে। বিদ্যালয়ের এই সাফল্যে ছাত্রছাত্রী, শিক্ষক মন্ডলী ও অভিভাবকরা অত্যন্ত খুশি।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হলো হামিম রেজা, জুবায়ের আহমেদ, আতিকুর রহমান নাভিদ ও রাতুল ইসলাম। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো মাহফুজ হোসেন, সাবিত রিদওয়ান অংকিত, মোস্তফা বশির পিয়াল, আদনান সামি, সুলতান মাহমুদ, মাহবুব হাসান নোমান, শাহিদ ইসলাম আরিফ, শোয়াইব হোসাইন, শাহরিয়ার রিফাত, নানজিবা রাইসা সিন্থিয়া, তাফিয়া নুর, নুসরাত জাহান পুস্প ও রাইসা রায়হানা।