চৌগাছায় মাটি চোরদের নামে মামলা: মোটরসাইকেল ট্রাক্টর জব্দ

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০২:৫০:৩৮ পিএম

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভৈরব নদের মাটি চোরদের বিরুদ্ধে চৌগাছা থানায় নিয়মিত মামলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নির্দেশে উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া ভুমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বুধবার চৌগাছা থানায় এই মামলা করেন। মামলায় জগদীশপুর ইউনিয়নের ঝিনাইকুন্ড গ্রামের মনিকুল ইসলামসহ (৪০) সাতজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা গত ১১ জানুয়ারি বিকেল ৪টায় তার নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলার জগদীশপুর ইউনয়িনের ঝিনাইকুন্ডু মৌজার ভৈরব নদের উত্তর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সময় আসামিরা একটি মোটরসাইকেল ও একটি মাটি/বালু বহনকারী ট্রাক্টর ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চৌগাছা থানার উপ-পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান ১১ জানুয়ারি সন্ধ্যায় স^াক্ষীদের উপস্থিতিতে তাদের ফেলে যাওয়া মোটরসাইকেল ও মাটি/বালু বহনকারী ট্রাক্টর জব্দ করেন।

দীর্ঘদিন থেকে উপজেলার পাতিবিলা ও জগদীশপুর ইউনয়িনে ভৈরবপাড়ের মাটি একটি মাটি চোর চক্র কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করছিলো। এ বিষয়ে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চৌগাছা উপজেলা প্রশাসন। পুলিশ কয়েকবার মাটিবহনকারী ট্রাক ও ট্রাক্টর আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা আদায় করা হলেও চক্রটিকে থামানো যাচ্ছিল না। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা যোগদান করার পরও একাধিকবার এই চক্রের সদস্যদের সতর্ক করেন। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান চৌগাছায় এক মতবিনিময় সভায় এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, আমি সম্প্রতি যোগদান করার পর থেকেই ভৈরব নদ, বেড়গোবিন্দপুর বাঁওড়সহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি চুরি ও বালু উত্তোলনের অভিযোগ আসছে। এরআগে এমন কয়েকজনকে নিষেধ করা হলেও তাঁরা থামেনি। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে তাঁরা মোটরসাইকেল ও ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নিয়মিত মামলা করতে নির্দেশ দেয়া হয়। তিনি বলেন অন্য যেসবস্থানে অবৈধভাবে মাটি চুরি ও বালু উত্তোলন হচ্ছে সেসব স্থানেও অভিযান চালানো হবে।

চৌগাছা থানার পরিদর্শক তদন্ত গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫-১ ধারায় এ বিষয়ে একটি মামলা রেকর্ড হয়েছে।