আলমডাঙ্গায় শিশু মরিয়ম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৮:৩২:৫৬ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের শিশু মরিয়ম হত্যার বিচারের দাবিতে শুক্রবার মানববন্ধন করেছে স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। মাদারহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে বিদ্যালয়ের সভাপতি আবেদীন তার বক্তব্যে বলেন, নিস্পাপ শিশু মরিয়মকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি রানাকে গ্রেফতার করেছে পুলিশ। বাকী আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর আজকের এই মানববন্ধন। 
জানা যায়, ৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে মাদারহুদা গ্রামের খাইরুল ইসলামের ৮ বছরের মেয়ে মরিয়ম বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মনিরুদ্দিনের মেয়ে রিয়া (১৪) তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে মরিয়মকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। দীর্ঘসময় খোঁজাখুঁজির এক পর্যায়ে মরিয়মের লাশ পাওয়া যায় পাশের পুকুরে। মরিয়মের বাবার ধারণা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে প্রতিবেশী রানা। সেই মোতাবেক রানাকে ১নম্বর আসামী করে ৪ জনের নামে খাইরুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে মামলার ১নম্বর আসামি গ্রেফতার হয়েছে র‌্যাবের হাতে। বিষয়টি নিয়ে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সাথে গতকাল সন্ধ্যায় কথা বললে তিনি বলেন, বিষয়টি আমার কাছে স্পষ্ট নয়, অনেকটা ধুম্রজালের মতো।