নিজস্ব প্রতিবেদক : যশোর শহর মুড়লী মোড় এলাকায় কাজ করার সময় সেন্টারিংয়ের ছাদ ভেঙে পড়ে মেহেদী হাসান (২৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। আহত মেহেদী হাসান শরিফুল ইসলামের ছেলে। তিনি শহরের পূর্ব বারান্দি পাড়া সরদার পাড়ার বাসিন্দা এবং পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে শহরতলীর মুরুলী মোড়ে জনৈক ডাক্তার মাহমুদের চেম্বারে সেন্টারিংয়ের কাজ করছিলেন মেহেদী হাসান। এসময় অসাবধানতাবশত সেন্টারিংয়ের ছাদ হঠাৎ ভেঙে পড়ে তার শরীরের ওপর পড়লে তিনি হাড়ভাঙাসহ গুরুতর আহত হন।
এঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।