নিজস্ব প্রতিবেদক : যশোরে পাওনা টাকা চাওয়ায়কে কেন্দ্র করে শহরের নাজির শংকরপুর মাঠপাড়া এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল দশটার দিকে শহরের নাজির শংকরপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবক আসাদ এলাকার খোকনের ছেলে।
অভিযোগ প্রতিবেশী জমিরের ছেলে আকাশ (৩০) ও রাজুর ছেলে হৃদয় (২৫) পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আসাদকে ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।