নিজস্ব প্রতিবেদক: টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং সরকারি-বেসরকারি খাতে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালিত হয়। সনাক যশোরের সভাপতি প্রফেসর শাহীন ইকবালের নেতৃত্বে মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ‘দুর্নীতি থামান’, ‘স্বচ্ছতা নিশ্চিত করুন’ এবং ‘নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ান’ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌর ও বায়ুশক্তির মতো পরিবেশবান্ধব উৎসগুলোর দিকে নজর দেওয়া জরুরি। মানববন্ধনে সচেতন নাগরিক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা সংহতি প্রকাশ করে অংশ নেন।