কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ে এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এসব সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার এলিচ মাহমুদ ও সুবেদার বাদল তালুকদার। সভায় মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামী বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রভাষক শাহিনুর রহমান, হাজী তফিল উদ্দীন মহিলা মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার মো. ওবায়দুল্লাহ, বেসরকারি সংস্থা সুশীলন’র পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান,ছাত্র প্রতিনিধি আমীর হামজাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি মেনে চলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের করণীয় নিয়ে আলোচনা করা হয় এবং সবার মতামতের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।