Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝুমঝুমপুরে জামায়াত নেতা ও তার পিতাকে মারপিটের অভিযোগে মামলা

এখন সময়: সোমবার, ২৬ জানুয়ারি , ২০২৬, ০৩:২৮:৩৯ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝুমঝুমপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্যানার টানানোর সময় এক জামায়াত নেতা ও তার পিতাকে মারপিটের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার ঝুমঝুমপুর বিশ্বাস পাড়া ক্লাব মোড়ের লোকমান উদ্দিন বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলো-ঝুমঝুমপুর স্কুল মোড়ের আব্দুল মজিদ মোল্লার ছেলে শাহিন হোসেন, মৃত আকবর আলীর দুই ছেলে আমিরুল ইসলাম ও মনিরুল ইসলাম, মৃত জয়নাল মোল্লার ছেলে আইয়ুব আলী, বাবর আলীর দুই ছেলে রবিউল ইসলাম ও রকিম এবং আনসার আলী মোল্লা দুই ছেলে আনারুল ইসলাম ও জামিরুল ইসলাম। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে-আসামিদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আসামিরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমর্থক। তার ছেলে এনামুল কবির মুক্তি ঝুমঝুমপুর ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামের সেক্রেটারি। গত ২২ জানুয়ারি সকালে ঝুমঝুমপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে আসামি রবিউলের চায়ের দোকানের সামনে নির্বাচনী ব্যানার টানানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আসামিরা মুক্তির উপর হামলা করে। মুক্তির চিৎকারে লোকমান উদ্দিন এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। আহত লোকমান ও তার ছেলে মুক্তিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)