নড়াইল পৌর প্রতিনিধি: ‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’ এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১ টায় এ দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. রাজিব সরদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পি, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক দুলাল চন্দ্র গাইন, (টিবি ও কুষ্ঠ রোগ) বিষয়ক জেলা ম্যানেজার শিউলী পারভিন, স্বাস্থ্য সহকারীবৃন্দ, এনজিও প্রতিনিধি, মিডিয়াকর্মীরা। আলোচনা সভায় বক্তারা, কুষ্ঠ রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় জানানো হয়, ২০১৩ সালের পর নড়াইল জেলায় কোন কুষ্ঠ রোগী শনাক্ত হয়নিনি।