আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আলমডাঙ্গা ব্যায়ামাগারের নিয়মিত সকালের শরীরচর্চা সেশনে অংশগ্রহণ করেন। শনিবার সকালে তিনি মাঠে উপস্থিত হয়ে স্থানীয় ব্যায়ামাগারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শরীরচর্চায় অংশ নেন। এ সময় সাধারণ মানুষের খোঁজখবর নেয়ার পাশাপাশি ব্যায়ামাগার সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। উপস্থিত ছিলেন ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলসহ ব্যায়ামাগারের সদস্যবৃন্দ।