পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার সকালে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যেগে উপজেলা প্রশাসনের সহযোগীতায় নতুন বাজার কার্যলয়ে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছড়াকার অ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরি রানী সাধু। উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আহম্মেদ আলী বাচা,পরিবেশ কর্মি গনেশ দাশ, শাহিনুর রহমান প্রমুখ।