মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা আর অভ্যন্তরীণ বিভেদ পেছনে ফেলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক কাতারে দাঁড়িয়েছে মাগুরা-২ আসনের (মহম্মদপুর-শালিখা) বিএনপি। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও রবিউল ইসলাম নয়ন গ্রুপের মধ্যকার কর্মীসমর্থকদের উপস্থিতিতে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে কর্নেল (অব.) আব্দুল হান্নান মার্কেট চত্বরে দু’পক্ষের দীর্ঘ আলোচনার মাধ্যমে নিরসনের পর ঐতিহাসিক এক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমন্বয় সভায় সকল গ্রুপিংয়ের অবসান ঘোষণা করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ নেন দুই বলয়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মনোনয়ন প্রত্যাশী নেতা এস এম রবিউল ইসলাম নয়ন। নয়ন ও কামালের অনুসারীরা এদিন প্রকাশ্যে নিতাই রায় চৌধুরীর হাতকে শক্তিশালী করার ঘোষণা দিলে উপস্থিত হাজারো নেতাকর্মীর মাঝে উদ্দীপনা ছড়িয়ে পড়ে। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. রোকনুজ্জামান ও পিকুল খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক ড. রুইচ উদ্দীন ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুস আলী সরদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন এবং জেলা বিএনপির সদস্য আশরাফুজ্জামান রিংকু ও সাবেক যুগ্ম-আহবায়ক অ্যাড. আহসান হাবীব খাঁন সোহেল।