মিরাজুল কবীর টিটো : যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ১২৯ সাব কেন্দ্র প্রত্যাহার করে অন্য কেন্দ্রের সাথে সংযুক্ত করা হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্র জানায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় একটি স্কুলের প্রধান শিক্ষকের অধীনে সাব কেন্দ্র ছিল। সেখানে নিজেদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতেন। এতে করে পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের সুযোগ পেতেন তারা।
সাব কেন্দ্র প্রত্যাহারের পর অন্য কেন্দ্রে সাথে সংযুক্ত করা কেন্দ্রগুলো হচ্ছে, খুলনা: চালনা বাজার সরকারি মাধ্যমিক বিদ্যালয়,দাকোপ বাজুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বটিয়াঘাটা বটিয়াঘাটা থানা হেড কোয়াটার মাধ্যমিক বিদ্যালয়,ডুমুরিয়া শাহপুর মাধ্যমিক বিদ্যালয়,রূপসাকাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা আমাদী জায়গীরমহল তকিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,তেরখাদা ইকড়ি কাটেঙ্গা এফ.এইচ. মাধ্যমিক বিদ্যালয়,ডুমুরিয়া দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়,বটিয়াঘাটা খারাবাদ বাইনতলা স্কু ল এন্ড কলেজ,রূপসা বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, পাইকগাছা আর. কে. বি.কে. হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট ,পাইকগাছা চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়, বটিয়াঘাটা জলমা চ?াখালী মাধ্যমিক বিদ্যালয়,পাইকগাছা গড়ইখালি আলমশাহী ইনস্টিটিউট,ফুলতলা জামিরাবাজার আসমেতিয়া মাধ্যমিক বিদ্যালয়,কয়রা ভি.কে.এস.এ.গিলাবাড়ী পাঞ্জুগাজী ইউনাইটেড একাডেমি,ডুমুরিয়া সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়,রূপসা শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়,কয়রা চান্নিরচক এল. সি. কলেজিয়েট স্কু ল ।
বাগেরহাট জেলা : মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটি বি এম মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী সরকারি এস.এম. মাধ্যমিক বিদ্যালয় ,মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয়,রামপাল শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়,মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, মোংলা সেন্ট পলস্ মাধ্যমিক বিদ্যালয়,মোল্লাহাট ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়,শরণখোলা রায়েন্দা পাইলট মাধ্যমিক বিদ্যালয়,ফকিরহাট চুলকাঠী ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়,রামপাল গিলাতলা এম,আই উচ্চ বিদ্যালয় , চিতলমারী বড়বাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ,মোড়েলগঞ্জ কচুবুনিয়া রহমতিয়া মাধ্যমিক বিদ্যালয়,সদর রাংদিয়া স্কুল এন্ড কলেজ ,মোল্লাহাট চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়,শরণখোলা আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়,চিতলমারী চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়,ফকিরহাট বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,বাগেরহাট চিরুলিয়া স্কুল এন্ড কলেজ ।
সাতক্ষীরা জেলা : দেবহাটা দেবহাটা সরকারি বি বি এম পি ইনস্টিটিউশন,আশাশুনি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়,আশাশুনি দরগাপুর এস.কে.আর. এস মাধ্যমিক বিদ্যালয়,কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় , আশাশুনি বুধহাটা বি.বি.এম. কলেজিয়েট স্কু ল, কলারোয়া সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়,তালা খলীষখালী মাগুরা এস.সি. কলেজিয়েট ইনস্টিটিউট, কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়,কলারোয়া খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয়, দেবহাটা পারুলিয়া এস.এস. মাধ্যমিক বিদ্যালয়,শ্যামনগর নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় , আশাশুনি বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল,কালিগঞ্জ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়,আশাশুনি বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়,তালা সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়,দৌলতপুর ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়,কুমারখালী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,দৌলতপুর দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর খাসমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় , দৌলতপুর বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়,মিরপুর হালসা মাধ্যমিক বিদ্যালয় হালসা, সদর হরিনারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর নাসিরউদ্দিন বিশ্বাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ,ভেড়ামারা বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী পান্টি-৩৭৫ পান্টি মাধ্যমিক বিদ্যালয়,খোকসা শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়,দৌলতপুর খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সদর ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়,মিরপুর খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,দৌলতপুর জে. এম. জি মাধ্যমিক বিদ্যালয়।
মেহেরপুর জেলা : মুজিবনগর মুজিবনগর-২৯২ মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়,মেহেরপুর আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, গাংনী জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয়,গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,গাংনী সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ,গাংনী বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়, মুজিবনগর দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়।
যশোর জেলা : বাঘারপাড়া বাঘারপাড়া হাই স্কুল ,মনিরামপুর নেহালপুর স্কু ল এন্ড কলেজ , শার্শা বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় , অভয়নগর নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা আলিমননেছা উচ্চ বালিকা বিদ্যালয়,অভয়নগর মশিয়াহাটী মাধ্যমিক বিদ্যালয় ,বাঘারপাড়া খাজুরা এম.এন. মিত্র মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা বাঁকড়া জে.কে. মাধ্যমিক বিদ্যালয়,যশোর রূপদিয়া ওয়েল ফেয়ার একাডেমী,শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ,অভয়নগর সিংগাড়ী মডেল মাধ্যমিক বিদ্যালয়,কেশবপুর সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউট, বাঘারপাড়া এন. নারিকেল বাড়ীয়া হাই স্কুল,শার্শা সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়,. মণিরামপুর খেদাপাড়া-৩৯৭ খেদাপাড়া পল্লীমঙ্গল (বহুমুখি) মাধ্যমিক বিদ্যালয় , মণিরামপুর পলাশী মাধ্যমিক বিদ্যালয়,অভয়নগর আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়,অভয়নগর সিদ্দিপাশা পি.বি. মাধ্যমিক বিদ্যালয়,কেশবপুর পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়,ঝিকরগাছা গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় ,চৌগাছা কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয় ।
নড়াইল জেলা :
নড়াইল মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় , কালিয়া ফজিলাতুন্নেছা মুজিব মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নড়াইল পার্ব্বতী বিদ্যাপীঠ, কালিয়া চেচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ,লোহাগড়া এইচ. এ. কে. একাডেমি, লোহাগড়া দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ,.কালিয়া বাঐসোনা-কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়,
ঝিনাইদহ জেলা: শৈলকূপা বেণীপুর মাধ্যমিক বিদ্যালয় , ঝিনাইদহ ঝিনাইদহ ক্যাডেট, শৈলকূপা শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়,ঝিনাইদহ নারিকেলবাড়ীয়া জেড. এ. মাধ্যমিক বিদ্যালয়,ঝিনাইদহ উত্তরনারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়,মহেশপুর শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর সাফদারপুর মুনসুর আলী একাডেমি,মহেশপুর খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়,শৈলকূপা গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ,শৈলকূপা কাতলাগাড়ী-৪৬১ কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয় , হরিণাকুন্ডু জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয় ,কোটচাঁদপুর তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় ,শৈলকূপা শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কু ল এন্ড কলেজ, কালীগঞ্জ চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় ,মহেশপুর আলহাজ্ব মফিজউদ্দিন একাডেমী,মুন্সীগঞ্জ একাডেমী, মুন্সীগঞ্জ, দামুড়হুদা কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় , আলমডাঙ্গা হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,জীবননগর হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়, শ্রীপুর এম. সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়,মুহম্মদপুর সরকারি আর. এস. কে. এইচ মাধ্যমিক বিদ্যালয়,শালিখা গঙ্গারামপুর পি, কে, মাধ্যমিক বিদ্যালয় ,শালিখা বুনাগাতী-৩৪৭ আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়,শ্রীপুর নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় হাট, বিনোদপুর বি ,কে মাধ্যমিক বিদ্যালয়, শালিখা সরস্বতী সিকদার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ, মাগুরা শত্রুজিৎপুর কালি প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়,শ্রীপুর লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়, মহম্মদপুর বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়।
এর মধ্যে চালনা কে. সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে চালনা বাজার সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেদোকোপ বাজুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী,জলমা চ?াখালী মাধ্যমিক কেন্দ্রে পরীক্ষা দেবে বটিয়াঘাটা বটিয়াঘাটা থানা হেড কোয়াটার মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী। জামিরাবাজার আসমেতিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে ডুমুরিয়া শাহপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী। শিয়ালী মাধ্যমিক কেন্দ্রে পরীক্ষা দেবে রূপসাকাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী।, বিদ্যালয়,শাহপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে কয়রা আমাদী জায়গীরমহল তকিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী।,খপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কু,জে. কে. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে তেরখাদা ইকড়ি কাটেঙ্গা এফ.এইচ. মাধ্যমিক বিদ্যালয়েল পরীক্ষার্থী। রূপসা, খুলন,দরগাপুর এস.কে.আর. এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে ডুমুরিয়া দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরীক্ষা দেবে বটিয়াঘাটা খারাবাদ বাইনতলা স্কু ল এন্ড কলেজের পরীক্ষার্থী। বটিয়াঘাটা থানা হেড কোয়াটার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে রূপসা বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।
কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে পরীক্ষা দেবে পাইকগাছা আর. কে. বি.কে. হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউটের পরীক্ষার্থী।
ডুমুরিয়া এন.জি.সি.ও.এন.সি.কে. মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে পরীক্ষা দেবে পাইকগাছা চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় । কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যাল কেন্দ্রে পরীক্ষা দেবে বটিয়াঘাটা জলমা চ?াখালী মাধ্যমিক বিদ্যালয় ।
দৌলতপুর সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে পাইকগাছা গড়ইখালি আলমশাহী ইনস্টিটিউট ।
ভি.কে.এস.এ.গিলাবাড়ী পাঞ্জুগাজী ইউনাইটেড একাডেমিতে পরীক্ষা দেবে ফুলতলা জামিরাবাজার আসমেতিয়া মাধ্যমিক বিদ্যালয় ।
চান্নিরচক এল. সি. কলেজিয়েট স্কু ,কচুবুনিয়া রহমতিয়া মাধ্যমিক বিদ্যাল কেন্দ্রে পরীক্ষা দেবে কয়রা ভি.কে.এস.এ.গিলাবাড়ী পাঞ্জুগাজী ইউনাইটেড একাডেমি ।
চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে ডুমুরিয়া সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়েল পর্ক্ষীার্থী। চিতলমারী সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে রূপসা শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়। গিলাতলা এম, আই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে ডুমুরিয়া শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়। নৌবাহিনী স্কুল এন্ড কলেজে পরীক্ষা দেবে কয়রা চান্নিরচক এল. সি. কলেজিয়েট স্কলের পরীক্ষার্থী।