আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভা করেছেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শহিদুল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কারণে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। “আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বীর মুক্তিযোদ্ধাদের দিকনির্দেশনা ও সমর্থনকে নিজের রাজনৈতিক পথচলার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় কাজ করার আশ্বাস দেন। সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম হাফিজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, সাবেক যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, খায়রুল আহসান, খালিদুজ্জামান টিপু, সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আব্দুস সালাম বাচ্চু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক বাবুল হোসেন প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ।