Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মশিয়াহাটীতে সরস্বতী পূজা উদযাপিত

এখন সময়: শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, ১১:১৬:২০ পিএম

উৎপল বিশ্বাস, নেহালপুর : মণিরামপুরের কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটীতে উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গৃহে সকাল থেকে শুরু হয়ে পূজা অর্চনা চলে দুপুর পর্যন্ত। হিন্দু শাস্ত্রমতে, মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এদিন সকালে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন যশোর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময়ে তার সফরসঙ্গী ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার হামিদুল ইসলাম, ঢাকা জজ কোর্টের এপিপি অ্যাড. শামসুজ্জামান দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা পরিতোষ বিশ্বাস ও পংকজ বিশ্বাস।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)