অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে মাদক সেবনের পর মাতলামি ও এলাকাবাসীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে মিরাজ মোড়ল (২৫) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার মশরহাটী গ্রামে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু। দণ্ডপ্রাপ্ত মিরাজ মোড়ল ওই গ্রামের জসিম মোড়লের ছেলে। এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে প্রকাশ্যে গাঁজা সেবন করেন মিরাজ মোড়ল। পরে তিনি পথচারীসহ স্থানীয়দের সঙ্গে অশ্লীল আচরণ ও মাতলামি শুরু করলে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মাতাল অবস্থায় আটক করে। এ ব্যাপারে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আটককৃত মাদকসেবী যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’