চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় পিতার কোদালের আঘাতে পুত্র মারা গেছে। বৃহস্পতিবার উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান গত ২০ জানুয়ারি জাহাঙ্গীরপুর গ্রামের মৃত হানেফ আলীর ছেলে রবিউল ইসলাম (৫৭) তার ছেলে তরিকুল ইসলামকে (৩৫) ঘুমিয়ে থাকা অবস্থায় কোদাল দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা হাসপাতালে, এরপর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার সময় তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত তরিকুলের চাচা আসাদুল ইসলাম বাদী হয়ে রবিউল ইসলামকে আসামি করে চৌগাছা থানায় মামলা দায়ের করেছেন। পারিবারিক সূত্রে জানাযায়, তরিকুল দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছিল। ঘটনার দিন তার পিতা তাকে বোরো ধানের জমিতে কাজের জন্য যেতে বললেও সে না গিয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। এতে ক্ষিপ্ত হয়ে তার পিতা তাকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করেছিল। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।