কলারোয়া প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি। বুধবার বিকেলে কলারোয়া পৌরসভার ঝিকরা দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পরে তিনি ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দান, গোপীনাথপুর, উত্তর ও দক্ষিণ মুরারিকাটি এবং মির্জাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে পৃথক পৃথক নির্বাচনী পথসভায় ধানের শীষে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলসহ নেতৃবৃন্দ।