কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বিএনপি’র সাবেক চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কেশবপুর পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর সভার বালিয়াডাঙ্গা ওয়ানডে সাইক্লোন সেন্টরে অনুষ্ঠিত দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ কেশবপুর আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, প্রমুখ।