অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে অত্র বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। বিশেষ অতিথি ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান ও রাজ টেক্সটাইল মিলের ব্যবস্থাপক শেখ মো. আমিনুল হক। এর আগে সকালে রাজঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে পিঠা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।