Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহের ৪টি আসনে ২১ প্রার্থী পেলেন প্রতীক

এখন সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, ১২:০১:৫১ এম

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কার্যক্রমে জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ প্রার্থীর মধ্যে প্রতীক তুলে দেয়া হয়। বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঝিনাইদহ-৪ আসনে বিদ্রোহী প্রার্থী হওয়া সাইফুল ইসলাম ফিরোজ কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মো. আসাদুজ্জামান পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, এএসএম মতিউর রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মতিয়ার রহমান ঈগল (এবি পার্টি), শহিদুল এনাম পল্লব কাঁচি (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী) ও মনিকা আলম পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)। ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে মো. আব্দুল মজিদ পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, আলী আজম মোহাম্মদ আবু বকর পেয়েছে দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), আসাদুল ইসলাম মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ), আবু তোয়াব কাঁস্তে (সিপিবি), মমতাজুর রহমান- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ও সওগাতুল ইসলাম পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মেহেদী হাসান পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, অধ্যাপক মতিয়ার রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন হাতপাখা ও সুমন কবির পেয়েছেন ট্রাক (গণঅধিকার পরিষদ) মার্কা। এদিকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ৪টি ইউনিয়ন) আসনে রাশেদ খাঁন পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, মাওলানা আবু তালেব পেয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন কাপ-পিরিচ (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী), আব্দুল জলিল হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম পেয়েছেন উদীয়মান সূর্য (গণফোরাম) ও এমদাদুল ইসলাম বাচ্চু পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)। এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ। এদিকে ঝিনাইদহ-৪ আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। একই সঙ্গে সাইফুল ইসলাম ফিরোজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)