মিরাজুল কবীর টিটো: জাতীয় শিক্ষা সপ্তাহের যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। ১২ জানুয়ারি জিলা স্কুলে জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার মান, ফলাফল ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে এ বিদ্যালয়কে শ্রেষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়। জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন সাক্ষরিত ফলাফল শীটের মাধ্যমে এতথ্য জানা গেছে। ফলাফল শীটে আরো উল্লেখ করা হয়েছে- শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) ক্যান্টনমেন্ট কলেজ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) কেশবপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) বাঘারপাড়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) নির্বাচিত হয়েছে এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) ক্যান্টমেন্ট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এইচ কামরুল হাসান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার রায়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) যশোর পুরাতন কসবা দারুল উলুম খাদেমুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান। শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয়) নির্বাচিত হয়েছে ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সারিকা সাইদ, শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রী নাবিলাহ ফারহাত, শ্রেষ্ঠ শিক্ষার্থী (কারিগরি) মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র বোরহান হোসেন, শ্রেষ্ঠ শিক্ষার্থী ( মাদরাসা) হিজবুল্লাহ দাখিল মাদরাসার ছাত্র লামিয়া বিনতে মাহবুব। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) কেশবপুরের মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক ড. এসএম তাজ উদ্দিন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) মণিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান শেখ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) আলহাজ মতিউর রহমান মহিলা ফাযিল মাদরাসার শিক্ষক হাদীউজ্জামান।