নিজস্ব প্রতিবেদক: যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধ পেয়েছেন দেড় শতাধিক রোগী। শুক্রবার শহরের বেজপাড়া বনানী রোড সর্বজনীন স্থায়ী পূজা মন্দির কমিটির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট যশোরের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলার মনিরুজ্জামান মাসুম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট যশোরের সদস্য সচিব নির্মল কুমার বিট প্রমুখ। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি দীনেশ বিশ্বাস। সঞ্চালনা করেন মন্দির কমিটির সদস্য সজীব পাল। উদ্বোধনী বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন মন্দিরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প এটা একটা আশা ব্যাঞ্জক উদ্যোগ- যা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রান্তিক জনগোষ্ঠীর উপকার বয়ে আনবে। এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন- ‘আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন; তারা নিজেদেরকে আলাদা সম্প্রদায়ের মনে করবেননা। আমরা সবাই যশোরের মানুষ, পরস্পর পরস্পরের স্বজন-সুহৃদ- এই পরিচয় নিয়ে থাকতে চাই। এই পরিচয়ই আমাদের শক্তির জায়গা। এই সম্পর্কটা যদি দরে রাখতে পারি তাহলে যশোরকে আগামী দিনে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। এই যশোর সবার জন্য উন্নত ও সুন্দর বসবাসের জায়গা হয়ে উঠবে- যে যশোরে সন্ত্রাস ও মাদক থাকবে না, কিশোর গ্যাং-এর দৌরাত্ম্য থাকবে না- যেখানে বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষ- বিভিন্ন রাজনৈতিক দর্শনের ভিন্ন মানুষ থাকবে মিলেমিশে।’ সামাজিক বন্ধনে অটুট সেই সুন্দর ও সমৃদ্ধ যশোর গড়ে তুলতে সবার সহযোগিতা ও সমর্থন চান তিনি। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন ধর্ম ও বর্ণের ১৫৫জন রোগী সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যের ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন বেজপাড়া এলাকার তিন চিকিৎসক চট্টগ্রাম বন্দর হাসপাতালের প্রাক্তন উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার এম. কে ঘোষ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার দেবব্রত বিশ্বাস দীপ্ত, চৌগাছার ডা আনিসুজ্জামান হাসপাতালের মেডিকেল অফিসার দীপ্র সরকার, আদ-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের প্রভাষক ডা. অজন্তা সরকার। মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন প্যারা মেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের শিক্ষার্থীরা। সহযোগিতা করেন ও উপস্থিত ছিলেন বেজপাড়া বনানী রোড সর্বজনীন স্থায়ী পূজা মন্দির কমিটির উপদেষ্টা রণজিৎ পাল, সহসভাপতি গৌতম ব্যানার্জী, সুদর্শণ বিশ্বাস, সাধারণ সম্পাদক শংকর মল্লিক, সদস্য উজ্জ্বল সাহা, বিপ্লব মন্ডল, বিল্পব কুণ্ডু, উজ্জ্বল বিশ্বাস, অরুণ মজুমদার, ফজলুলি ইসলাম, সঞ্জিত বিশ্বাস, সেলিম উদ্দীন, সাগর দাস, সুজন মল্লিক, অর্পণ ব্যানার্জী, স্পর্শ বিশ্বাস প্রমুখ।