কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় যাত্রীবাহী বাস ও স্যালোচালিত নছিমনের সংঘর্ষে রাকিবুল ইসলাম অপু (২১) নিহত হয়েছেন। তিনি ওই নছিমনের চালক ও যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ইলিশপুর নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কলারোয়ার ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমন চালক অপু ছিটকে রাস্তার উপর পড়ে যান। এরপর বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে কলারোয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও নছিমনটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।