Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গা এসএসসি ৯৬ বন্ধুসভার বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

এখন সময়: শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, ১২:২৬:১৯ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা এসএসসি- ৯৬ বন্ধুসভার বার্ষিক মিলনমেলাঅনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধুসভার এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। দেশ বিদেশ থেকে আগত সকল বন্ধুদের উদ্যোগে এই মিলন মেলায় আলোচনা সভা,সংগীত, কবিতা পাঠ,কৌতুক,নাচ, নাটিকার মধ্যদিয়ে আনন্দ স্রোত উপভোগ করেন। শৈশবের অতৃপ্ত চোখের সুমধুর স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সুমন,আতিক বিশ্বাস, আশরাফুল হক পান্না মাস্টার ,হাফিজ মাস্টার,আরিফ মাস্টার,দিপক মজুমদার ,আব্দুল আওয়াল,জাভেদ আকতার,তুষার আহম্মেদ, রেফাজ্জেল হোসেন রিফাজ,গোলাম রহমান ,যোসেপ,উজ্জ্বল হোসেন সুমন,বদরুদোজ্জা,জীবন মাহমুদ ,জুলেল হোসেন ,বোরহান উদ্দিন,সেখ জুয়েল,জাহিদ হাসান,মিরন সাহা,নজরুল ইসলাম শিপলু প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)