নিজস্ব প্রতিবেদক : শীতের বিকাল। মিষ্টি রোদ্দুর। বোরো ধান আবাদের জন্য মাঠ প্রস্তুত করে রেখেছেন কৃষক। সেই মাঠে হয়ে গেলো গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতা দেখতে ঢল নেমেছিল নানা বয়সী মানুষের। মেলা প্রাঙ্গণের আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে গ্রামীণ মেলা বসে। এই মেলায় শিশুদের খেলনা, পিয়াজু-পাঁপড় ভাজি, হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। একইসঙ্গে শিশুদের বিনোদনের জন্য জাম্পিং ডবল, ঘুরলি ঘোড়া, বক্সিং ওয়েট, ছোট নাগরদোলা ও বড় নাগরদোলা নিয়ে আসেন উদ্যোক্তারা। শনিবার যশোর সদরের ইছালী ইউনিয়নের হুদা রাজাপুর গ্রামে এই ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে রাজাপুর যুবসমাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি'র সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপি'র সদস্য কাজী আজগর হোসেন, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, ইছালী ইউনিয়ন মহিলা বিএনপির আহবায়ক জেসমিন নাহার বর্ষা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইছালী ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক তানভীর হাসান রিয়াল। প্রতিযোগিতায় ৫ দল অংশ নেয়। এতে যশোর সদর উপজেলার রাজাপুর গ্রাম প্রথম স্থান অর্জন করে। প্রথম পুরস্কার হিসেবে ৭ হাজার, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার ও তৃতীয় পুরস্কার ৩ হাজার নগদ টাকা প্রদান করা হয়।