নিজস্ব প্রতিবেদক : জাসদ যশোর জেলা কমিটির সাধারণ সভা শনিবার সকালে গাড়িখানা সড়কস্থ দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। জাসদ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস, পৌর জাসদের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবর, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, গণ যোগাযোগ সম্পাদক আবুল বাসার মুকুল, সহ সম্পাদক মাস্টার নুর ইসলাম, অধ্যাপক শরীফ মোহাম্মদ আমিন, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, কার্যকরী সদস্য মতিউর রহমান প্রমুখ। সভার শুরুতে সদ্য প্রয়াত জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, সাম্প্রতিক কালে দেশে মব ভায়োলেন্স সৃষ্টি করে জনজীবনে আতংক সৃষ্টি করা হচ্ছে এছাড়া নজির বিহীন গ্যাস সংকট সৃষ্টি করে জনগনের কাছথেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। তিনি বলেন- বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে চাল, তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এ অবস্থা চলতে দেওয়া যাবে না। জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম সাম্প্রতিক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অবৈধ ভাবে তুলে নেওয়ার জন্য নিন্দা প্রকাশ করেন। সাধারণ সভা থেকে জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কায়েস জেলা জাসদের ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক এর দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়