Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এখন সময়: শুক্রবার, ৯ জানুয়ারি , ২০২৬, ১২:৫৫:০০ এম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে শেখ মোমিন উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম রাশেদ এর সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মো. আহাদুজ্জামান বাটু। প্রধান বক্তা ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. নেওয়াজ আহমেদ ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো হেমায়েত হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, নড়াইল জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রবিউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. তানভীর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিচুর রহমান, ছাত্রদল নেতা কাজী নাঈমসহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)