Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় বিদায়ী বছরে ৭৪ অপমৃত্যু

এখন সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি , ২০২৬, ০২:৩৯:২০ এম

বাবুল আক্তার, চৌগাছা : যশোরের চৌগাছায় ২০২৫ সালে বিভিন্ন দুর্ঘটনায় ও অস্বাভাবিক কারণে ৭৪ জনের মৃত্যু হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থানা রেকর্ড বই সূত্রে এই তথ্য পাওয়া গেছে। থানার পরিসংখ্যানে দেখা গেছে, অপমৃত্যুর তালিকায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গলায় ফাঁস ও বিষ পান করে। এর পরেই রয়েছে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে। নিহতদের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৮ জন এবং বিষপান করে আত্মহত্যা করেছে ২৫ জন নারী ও পুরুষ। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের, পানিতে ডুবে ৯ জনের। অন্যান্য কারণে মৃত্যু হয়েছে ১১ জনের। অন্যান্য কারণের মধ্যে রয়েছে বিদ্যুৎস্পৃষ্টে, আগুনে পোড়া, যান্ত্রিক দুর্ঘটনা। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ফাঁস দিয়ে আত্মহননকারীদের বড় অংশই বিবাহিত নারী। পারিবারিক কলহ ও দাম্পত্য অশান্তির জের ধরে তারা এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, বিষপানে মৃত্যুর ঘটনায় কিশোর-কিশোরীদের আধিক্য দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকের সহজলভ্যতা এই ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একটি এনজিওর গবেষণা তথ্যের বরাত দিয়ে বলেন- যশোর অঞ্চলের মানুষের প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়না। এজন্য সামান্য মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেয়। মানসিক বিষণ্নতা ও পারিবারিক নির্যাতন রোধে সামাজিক ও মানসিক সহায়তা নিশ্চিত করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন- শিশুদের প্রতি অভিভাবকদের বিশেষ নজরদারি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই হার শূন্যে নামিয়ে আনা সম্ভব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)