Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সড়কে ঝরলো দুই প্রাণ, বাস চালককে গণপিটুনি

এখন সময়: বুধবার, ৭ জানুয়ারি , ২০২৬, ১২:৪৫:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের খোলাডাঙ্গা ফুড গোডাউন ও সদর উপজেলার ফতেপুরের দায়তলা এলাকায় দুর্ঘটনাটি দুটি ঘটে। নিহতরা হলেন-সদরের পুলেরহাট দিয়ারবাড়ী এলাকার বিল্লালের ছেলে সাজ্জাদ হোসেন (২০) ও বালিয়াডাঙ্গা গ্রামের কোবাদ আলী ছেলে মুরাদ হোসেন (৪৫)। দায়তলায় দুর্ঘটনায় কবলিত বাসের চালক রায়হান (২৫) গণপিটুনির শিকার হয়েছেন।
জানা গেছে, সাজ্জাদ শহরের চার খাম্বার মোড় সংলগ্ন ফুড গোডাউনের পাশের নাদিম মোটরসাইকেল গ্যারেজের একজন মিস্ত্রি। দুপুর দেড়টার দিকে তিনি গ্যারেজের একটি মোটরসাইকেল মেরামত শেষে মালিককে বুঝিয়ে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে খোলাডাঙ্গা সার গোডাউনের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত সাজ্জাদকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণে সাজ্জাদের মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ বাবুল হোসেন জানান, ট্রাকের ধাক্কায় মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বেলা পৌনে ১১ টার দিকে ফতেপুর দায়তলায় নিহত মুরাদ হোসেন মডার্ণ ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের যশোর জেলা শাখার ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। তিনি বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় নড়াইলগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। আঘাতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসের চালক রায়হানকে গণপিটুনি দেয় ও সড়ক অবরোধ করে।
খবর পেয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও চালককে হেফাজত নেয়। গণপিটুনির শিকার রায়হান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বাঘারপাড়া উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত ইউনুস গাজীর ছেলে।
তুলরামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, মুরাদ হোসেন নিহতের ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস চালক রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)