কপিলমুনি (খুলনা) প্রতিনিধি : কপিলমুনি সিটি প্রেসক্লাবের আয়োজনে ও কেকেএসপি’র পরিচালনায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল শুক্রবার অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র থাকায় টাইব্রেকারে ৪-৩ গোলে খড়িয়া ফুটবল একাদশকে হারিয়ে মিলন ফুটবল একাদশ ফাইনালে উন্নীত হয়েছে।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খড়িবুনিয়া ফুটবল একাদশের তপু তরপদার ও সেরা গোলকিপার মনোনীত হন মিলন ফুটবল একাদশের লিমন। সেরা বিদেশি খেলোয়ার এর পুরস্কার লাভ করেন নাইজেরিয়ান আনাস। খেলা পরিচালনায় ছিলেন বরুণ সানা, সহকারী পরিচালক ছিলেন উত্তম বাছাড় ও হাদীউজ্জামান। খেলায় কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কেকেএসপি’র আহবায়ক এম আজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি নির্মাণ বিপণীর স্বত্বাধিকারী তরুন সমাজ সেবক বিপ্লব কুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. আঃ জলিল, তানহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হারুন অর রশিদ। কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার। উপস্থিত ছিলেন কেকেএসপি’র সদস্য সচিব মোঃ মহসিন খান, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, দপ্তর সম্পাদক আঃ কুদ্দুস খান, প্রচার সম্পাদক জয় খান, এম আজিজুর রহমান, আরো উপস্থিত ছিলেন মাসুম হাজরা, আব্দুল মজিদ গাজী, আব্দুল জলিল বিশ্বাস, শেখ জুলফিক্কার আলী, রাসেল গাজী, শেখ আব্দুর রাজ্জাক রাজ প্রমূখ। ধারাভাষ্যকার ছিলেন আক্তারুজ্জামান লিটন, আলমগীর হোসেন, ক্লিন্টন মন্ডল, আলতাফ হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।