নিজস্ব প্রতিবেদক : মহান মাওবাদী নেতা শহীদ কমরেড সিরাজ সিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়া গণতান্ত্রিক গণমোর্চার উদ্যোগে যশোরে জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর শহরের রেলরোড ফুড গোডাউনের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য কমরেড খবির শিকদার। বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোরের সদস্য সুরাইয়া শিকদার এশার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দেশপ্রেমিক সৈয়দ মোস্তফা ফারুক, রবিউল ইসলাম, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা সুমাইয়া শিকদার ইলা, রাইয়ান রশিদ আবির, নারায়ণ চন্দ্র সিংহ, কেরামত গাজী, মোখলেসুর রহমান, মোহাম্মদ রাশেদুল মধু, আব্দুল জলিল আবুবক্কার, তুজাম উদ্দিন, আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় বক্তারা শহীদ কমরেড সিরাজ সিকদারসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক সভায় যশোরের প্রগতিশীল লেখক ও চিন্তাবিদ দেবু মল্লিকের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত মুক্তির দাবি জানানো হয়। কর্মসূচি শেষে কমরেড সিরাজ সিকদারসহ সকল শহীদ ও প্রয়াত বিপ্লবীদের স্মরণে জাতীয় শহীদ দিবস পালন করা হয়।