পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৪ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর খুলনা-৬ আসনে মোট ৬ প্রার্থী মনোনয়ন জমা দেন। শুক্রবার তৃতীয় দিনের জমা যাচাই-বাছাই শেষে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার।
যাচাই-বাছাই পর্বে খুলনা-৬ আসনে প্রার্থীতা বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ আছাদুল বিশ্বাস ও জাতীয় পার্টির মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর।
খুলনা-৬ আসনে বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, বিএনপির এস.এম. মনিরুল হাসান (বাপ্পী), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আছাদুল্লাহ ফকির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।