Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল সভাপতিসহ দুইজন নিহত

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ১১:৫৪:০১ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-মোটরসাইকেল চালক ঘের ব্যবসায়ী ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ওয়াস কুরুনী (৩৫) ও ভ্যানচালক কুবাদ আলী (৬৫)। তাদের দু’জনেরই বাড়ি মধ্যকুল গ্রামে। সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম।
এলাকাবাসী জানায়, উপজেলার মধ্যকুল মান্দারতলা থেকে ঘের ব্যবসায়ী ওয়াস কুরুনী মোটরসাইকেল যোগে কেশবপুর শহরের দিকে আসার পথিমধ্যে ওই এলাকায় কুবাদ আলীর ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা দুজনেই মারাত্মক আহত হন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে উভয়ই মারা যান। এই ঘটনায় কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সামছুল আলম বুলবুল এক বিবৃতিতে তারা মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)