নিজস্ব প্রতিবেদক : যশোর-৫ (মণিরামপুর) আসনের জনপ্রিয় ও পরীক্ষিত নেতা আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহালের দাবিতে মণিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে রোববার বিকেলে চিনাটোলা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা জনবিচ্ছিন্ন জোটের ডামি প্রার্থী রশিদকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ সর, ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. বুলবুল হাসান, থানা বিএনপির সদস্য মোহাম্মদ ফজলু রহমান মোল্যা ও মণিরামপুর কলেজ ছাত্রদলের সভাপতি মুহাইমিনুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন যশোর-৫ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হলে জনগণ তা মেনে নেবে না। অবিলম্বে তাঁর মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।