নিজস্ব প্রতিবেদক : যশোরে গোলাম রসুল (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর গলাকেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০ টার দিকে শহরের বারান্দীপাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত গোলাম রসুল সদর উপজেলার হৈবতপুর বেনিয়ালি গ্রামের নিছারের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ঢাকায় রেফার্ড করেছেন। এ ঘটনায় রসুলের স্ত্রী বর্ষা আক্তার বাদী হয়ে বেনেয়ালি গ্রামের তপুর নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আহত রসুলের স্ত্রী বর্ষা আক্তার জানান, তার প্রবাসী মামাতো ভাই আমিনুর রহমানের স্ত্রী তন্নীর সাথে গোলাম রসুলের সম্পর্ক ছিল। মূলত তারা রসুলকে তার কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। পরে এক মাস কোনো খবর পাওয়া যায়নি। শনিবার রাতে তিনি জানতে পারেন এ ঘটনা। রসুলের শ্বশুর আব্দুর রাজ্জাক জানান, গোলাম রসুল সুদের কারবার ও সমিতি থেকে নেওয়া ঋণ নিয়ে ঝুঁকির মধ্যে ছিলেন। তিনি নিজেও কিছু জমি বিক্রি করে ঋণ শোধ করেছেন। এর মধ্যেই গোলাম রসুল ওই মেয়ের সঙ্গে চলে যান এবং এরপর আর খোঁজ নেননি। গর্ভবতী বর্ষার দুই সন্তান রয়েছে । যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, গোলাম রসুল শহরের প্যারিস রোডের একটি ফাস্টফুডের দোকান ছিল। ৫ দিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় জিডিও করা হয়েছে। পরকীয়ার জেরে ঘটনাটি ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আহত গোলাম রসুলের হাতে থাকা চিরকুটে লেখা ছিল স্থানীয় টুটুলের ছেলে আমিন, তপু ও সজীব তাকে হত্যা চেষ্টা করেছে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তার কাছ থেকেও প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়নি। যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামি তপুকে আটকের চেষ্টা চলছে। এছাড়াও তন্নীর ও তার মায়ের বিষয়টি নিয়েও তদন্ত করা হচ্ছে।