ম.ম.রবি ডাকুয়া, মোংলা : বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বঙ্গোপসাগরে নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ মহড়া করবে। তাই সব ধরনের বাণিজ্যিক জাহাজ, ট্রলার, বাল্কহেড, মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজ মালিকদের ওই সুশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে নৌ বাহিনী জানায়, গোলাকর্ষণের বিপজ্জনক এলাকা পতেঙ্গা হতে ২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কুতুবদিয়া হতে ১১ কিলোমিটার পশ্চিমে, কক্সবাজার হতে ৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতিয়া
হতে ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এই এলাকাসমূহে চলাচল অত্যন্ত বিপজ্জনক। তাই বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা, কার্গো জাহাজসহ সকল ধরনের নৌযানকে ওই এলাকা পরিহার করে নিরাপদ দূরত্বে চলাচলের জন্য অনুরোধ করা হলো। গোলাবর্ষণের এলাকাসমূহ: মোংলা ফেয়ারওয়ে, পায়রা ফেয়ারওয়ে, পতেঙ্গা পয়েন্ট, কুতুবদিয়া, কক্সবাজার ও সেন্টমার্টিন।