Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে শিশু বান্ধব আদালত পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ

এখন সময়: রবিবার, ২৮ ডিসেম্বর , ২০২৫, ১১:০১:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যৌন নির্যাতনের শিকার শিশু অনুসন্ধান, উদ্ধার এবং শিশু বান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোর জেলার সরকারী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ রোববার কালেক্টরেট সভাকক্ষ সনেটে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যাগার্লের সহযোগিতায় ডাউনটুজিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিংআপ দ্য ফাইট অ্যাগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রকল্প সমন্বয়কারী এস,এম আহসান উল্লাহ সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন। এই প্রশিক্ষণের মাধ্যমে জেলার সকল নির্যাতিত এবং পাচারের শিকার ভিকটিমদের সেবা নিশ্চত করতে সকলের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণটিতে যশোর জেলার সেবাদানকারী সরকারী অফিসারসহ মোট ২৫ কর্মকর্তা অংশগ্রহন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে যশোর জেলায় নারী ও শিশু ভিকটিম প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত হবে। শিশু ভিকটিমদের বিকল্প পন্থায় সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেয়া হয়। ট্রমাটাইজ ভিকটিমদের কাউন্সিলিংয়ের জন্য যশোর মেডিকেলের ওসিসিহতে কাউন্সিলিং সেবা প্রদানের মাধ্যমে ট্রমার শিকার শিশুদের ট্রমা নিরসনের ব্যবস্থা করবে।
প্রশিক্ষণ পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) সুজন সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ । প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাইদ উর রহমান, প্রোগ্রাম অফিসার হুমায়ন কবির।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)