নিজস্ব প্রতিবেদক : জ্যেষ্ঠ আইনজীবী ও সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর প্রয়াণে নাগরিক স্মরণসভা শনিবার প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। যশোরস্থ কেশবপুর নাগরিক সমাজের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন-অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু ছিলেন কেশবপুরের সার্বজনীন ব্যক্তিত্ব। তার মধ্যে কোনো অহংকার, বৈষম্য ছিলো না। সকলের সাথে তিনি সমানভাবে মিশতেন। ৫ আগস্টের পর তিনি নিরব হয়ে যান। দলের নেতাকর্মীদের কাছ থেকে কষ্ট পেয়ে দুরে সরে গেছেন। তাকে হারিয়ে আমরা ন্যায় পরায়ন ব্যক্তিকে হারিয়েছি।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর সহধর্মিনী অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রুখসানা হাসিন, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট, সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট এম ইদ্রিস আলী, সাবেক সহ-সভাপতি অ্যাড. আবুবকর সিদ্দিকী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আলাউদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মাসুদুর রহমান, কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, শিক্ষাবোর্ডের উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন, সাংবাদিকনেতা ওহাবুজ্জামান ঝন্টু, বদরুজ্জামানের ছোট ভাই মাসুদুজ্জামান মাসুদ, অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, অ্যাডভোকেট মিলন মিত্র, অ্যাডভোকেট আব্দুল মজিদ, খুলনা বিএল কলেজের প্রভাষক আব্দুর রহিম, সাজ্জাদুল কবির মিল্টন প্রমুখ । পরিচালনা করেন অ্যাডভোকেট তাহমিদ আকাশ।