Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒রোববার থেকে প্রতিটি ইউনিয়নে বিক্ষোভ

শহীদ ইকবালকে পুনর্বহালের দাবিতে কাফন পরে বিক্ষোভ

এখন সময়: রবিবার, ২৮ ডিসেম্বর , ২০২৫, ১২:৪৯:৩৭ এম

নূরুল হক, মণিরামপুর : যশোর-৫ (মণিরামপুর) আসনে পূর্ব ঘোষিত বিএনপির অ্যাড. শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহালের দাবিতে এবার নেতাকার্মীরা কাফন পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে পৌরশহরে বিএনপির হাজার-হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা এ কর্মসূচি পালন করে। ইতোপূর্বে ৪ ডিসেম্বর এ আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়। সেই থেকে তিনি পুরোদমে প্রচারনাসহ নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন। কিন্তু ২৪ ডিসেম্বর এ আসনটি বিএনপির শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসিচব রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষনা করা হলে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। সেই থেকে মণিরামপুর উত্তাল হয়ে পড়েছে। উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। তাদের দাবি এ আসনে বিজয়ী হতে হলে বিএনপির পূর্বঘোষিত প্রার্থী শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন বহাল রাখতে হবে।
শনিবার বিকেলে পৌরশহরে হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করে। পরে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ করে। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এ আসনে বিজয়ী হতে হলে জমিয়তের গণবিচ্ছিন্ন রশিদ বিন ওয়াক্কাসের পরিবর্তে বিএনপির সভাপতি জনপ্রিয় নেতা শহীদ ইকবালকে মনোনীত করতে হবে। অন্যথায় আরো কঠিন কর্মসূচি পালন করা হবে।
সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জানান, রোববার থেকে উপজেলার ১৭ টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।
উল্লেখ্য ২০০১ ও ২০১৮ সালে যশোর-৫ মণিরামপুর আসনে বিএনপির নেতৃত্বাধীন চারদলিয় পরে ১৮ দলিয় জোট থেকে ধানের শীষের মনোনয়ন পান রশিদ বিন ওয়াক্কাসের পিতা জমিয়তে উলমায়ে ইসলামের মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। এর মধ্যে ২০০১ সালের তিনি বিজয়ী হন। কয়েক বছর আগে মুফতি ওয়াক্কাস ইন্তেকাল করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)