Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইল-২ আসনে গণঅধিকারের প্রার্থী নূর ইসলামের গণসংযোগ

এখন সময়: শনিবার, ২৭ ডিসেম্বর , ২০২৫, ১১:৩৪:৩২ পিএম

ফরহাদ খান, নড়াইল : প্রচণ্ড শীত ও কুয়াশার মধ্যেও নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিদিন ভোর থেকেই নির্বাচনী এলাকার গ্রাম-গঞ্জে ছুটে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল থেকেই মধুমতির ভাঙন কবলিত ইতনা ইউনিয়নের ভোটারদের কাছে ছুটে যান ট্রাক প্রতীকের প্রার্থী লায়ন নূর ইসলাম। গণসংযোগকালে ভোটারদের দোয়া ও সমর্থন চান তিনি। ভোটারদের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার উন্নয়নে তার (নূর ইসলাম) পরিকল্পনার কথা জানান।
গণঅধিকার পরিষদ প্রার্থী লায়ন নূর ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে নড়াইল-২ আসনের সড়ক, সেতুর উন্নয়নসহ নদী ভাঙন কবলিত এলাকার সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ নির্মাণসহ ভাঙন প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া পাইপলাইনের মাধ্যমে নড়াইলের প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক টিপু শেখসহ দলীয় নেতাকর্মীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)