শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে এক বাংলাদেশি কিশোরকে নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। প্রত্যাবর্তিত কিশোরের নাম মোঃ শামিম (১৬)। সে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার সাধুপুর গ্রামের মোঃ ইন্তাজ আলীর ছেলে। অভিযোগ রয়েছে, সে অবৈধভাবে ভারতে অবস্থান করছিল। ইমিগ্রেশন সূত্র জানায়, শামিম গত ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে দালালের মাধ্যমে রাতের আঁধারে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল কাশ্মীর পুলিশের হাতে আটক হন। এরপর তাকে কাশ্মীরের একটি বয়েজ শেল্টার হোমে রাখা হয়, যেখানে তিনি প্রায় এক বছর সাত মাস অবস্থান করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে কিশোরটিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফেসিলেটেটর মোঃ শফিকুল ইসলাম জানান, বেনাপোল পোর্ট থানা থেকে কিশোরকে গ্রহণপূর্বক তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।