ক্রীড়া প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় জয় পেয়েছে যশোর জেলা দল। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর জেলা দল ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চট্টগ্রাম জেলা দলকে। এ ম্যাচে যশোর জেলা দলের সোনিয়া খাতুন হ্যাটট্রিক করেন। তিনি গোল ৩ টি করেন ম্যাচের ২৪, ২৭ ও ২৯ মিনিটে। এছাড়া নাদিরা ৩ মিনিটে ও ১১ মিনিটে ২ টি গোল করেন। যশোর জেলা দল জোন-৩ (খুলনা ও বরিশাল) চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে যায়। আজ শুক্রবার জোন-২ চ্যাম্পিয়ন দলের সাথে নিজেদের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে যশোর জেলা দল।