ক্রীড়া প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশিপের সেমিফাইনালে (জোন) উঠেছে যশোর জেলা দল। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর জেলা দল ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে কুষ্টিয়া জেলা দলকে। যশোর জেলা দলের হারুন ১৯ মিনিটে, কুদ্দুস ২৫ মিনিটে ও রিয়াদ ৬০ মিনিটে প্রত্যেকে একটি করে গোল করেন। এর আগে যশোর গহ ২৩ ডিসেম্বরের খেলায় ওয়াক ওভার পেয়েছিলো। সেদিন মেহেরপুর জেলা দল মাঠ উপস্থিত না হওয়ায় ওয়াক ওভার পায় যশোর। যশোর আগামীকাল ২৭ ডিসেম্বর নিজেদের শেষ খেলায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা জেলা দলের সাথে। এ খেলার মধ্য দিয়ে নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন দল। উল্লেখ্য, ঝিনাইদহ জোন চ্যাম্পিয়ন হতে পারলে যশোর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জণ করবে।