কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর শহরে হাবিবগজ্ঞ জামে মসজিদের ইমাম সাহেবের ফেসবুক আইডি হ্যাক করে ৪ টি মোবাইল নম্বর থেকে লক্ষাধিক টাকা প্রতারনা করে নিয়েছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন প্রতারণার শিকার আব্দুল্লাহ আল আমিন।
কেশবপুর থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানাগেছে- পৌর সভার মধ্যকুল এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ এর পুত্র কেশবপুর পৌর শহরে হাবিবগজ্ঞ জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল আমিন তাঁর ফেসবুক আইডি কে বা কারা হ্যাক করে অন্য পরিচিত নম্বরে লোকজনের নিকট ম্যাসেজ দিয়ে আমার কাছে টাকা পয়সা দাবী করা সহ সম্মানহানি করতে থাকে। তাদের কথার উপর ভরসা রেখে ৪ জনের নিকট থেকে ১ লাখ ৫ হাজার ১১৯ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। তাদের বিকাশ নাম্বার হলো, ০১৮৯৮৭০৭৫৭৮ ও ০১৮১১-৮০০১৮১। এরমধ্যে ০১৩২৬-২৭২২৩৮ নম্বর থেকে ১০ হাজার টাকা ০১৮৯৮-৭০৮৫৭৮ নাম্বারে, ০১৫৮১-৬০৫৩৭৫ নাম্বার থেকে ৯ হাজার ৯৯৫ টাকা ০১৮৯৮-৭০৭৫৭৮ নাম্বারে, ০১৯২৬-২৩০৫৬৭ নাম্বার থেকে ৪২ হাজার ৫০০ টাকা ০১৮৯৮-৭০৮৫৭৮ নম্বরে দেওয়া হয়। এবং ০১৭৯৫-৭৮৯৮৬১ নাম্বার থেকে ৪২ হাজার ৭০০ টাকা ০১৮৯৮-৭০৮৫৭৮ ও ০১৮১১-৮০০১৮১ নাম্বারে দেওয়া হয়েছে। তারা শহরে হাবিবগঞ্জ জামে মসজিদের ইমাম সাহেবের ফেসবুক আইডি হ্যাক করে ৪ টি মোবাইল নম্বর থেকে এই লক্ষাধিক টাকা প্রতারণা করে নিয়েছে ওই প্রতারক চক্র। পরে তাদের ব্যাবহারিত নাম্বারে যোগাযোগ করলে তাদের নাম্বার বন্ধ পাওয়া গেছে বলে কোনো ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে প্রতারণার শিকার আব্দুল্লাহ আল আমিন কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ।