Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার, ৮১ হাজার জাল টাকা উদ্ধার

এখন সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর , ২০২৫, ১১:২২:৫৮ পিএম

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলার মাগুরখালী বাজারে দীর্ঘদিন ধরে গোপনে জাল টাকা তৈরি ও বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সরঞ্জামের মধ্যে ছিলো জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর, সিপিইউ, কালার প্রিন্টার, কিবোর্ড, মাউস এবং সিলপ্যাডের কালিসহ বিভিন্ন সরঞ্জাম।
সোমবার র‌্যাব-৬ সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে-কেশবপুর উপজেলার মাগুরখালী বাজারে একটি দোকানে বসে মোঃ আবু হানিফ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা প্রস্তুত ও বাজারজাত করে আসছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই শেষে বিকাল ৪টা ৫০ মিনিটে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ আবু হানিফ (২৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে।
অভিযানকালে আসামির কাছ থেকে ৮১ হাজার ৮শ’ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর, সিপিইউ, কালার প্রিন্টার, কিবোর্ড, মাউস এবং সিলপ্যাডের কালি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জাল টাকা তৈরি ও বাজারজাতের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার পাশাপাশি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে আসছিল এই চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৬ জানান জানায়, জাল টাকা, প্রতারণা ও রাষ্ট্রবিরোধী অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)