Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় নারী উদ্যোক্তাদের বিজয়মেলা ও পুরস্কার বিতরণ

এখন সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর , ২০২৫, ০১:৪১:৫১ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মেলায় হস্তশিল্প, দেশীয় পোশাক, খাবার ও অন্যান্য পণ্যের পসরা সাজানো এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় ঐতিহ্য তুলে ধরা ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্য ছিল, যার সমাপনী দিনে ২৫ নারী উদ্যোক্তা ও অন্যান্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মঞ্চে বিকাল তিনটার দিকে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার। সহকারি অধ্যাপক একেএম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা বৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরণ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা নারী উদ্যোক্তা সালমা পারভীন। মেলায় উদ্যোক্তার সদস্যরা ২৫টি স্টলে তাদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে অংশ গ্রহণ করেছে ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)