Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় প্রথম বিজয় পতাকা উত্তোলনকারী আজিজ বিশ্বাস না ফেরার দেশে

এখন সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর , ২০২৫, ০৭:৩৭:০৩ এম

বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়া উপজেলার প্রথম বিজয় পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা এবং বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, দোহাকুলা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুম আব্দুল আজিজ বিশ্বাস ছিলেন বাঘারপাড়া উপজেলার মুক্তিযুদ্ধের এক উজ্জ্বল স্মারক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার পর বাঘারপাড়া উপজেলায় প্রথমবারের মতো বিজয়ের লাল-সবুজ পতাকা উত্তোলনের গৌরব অর্জন করেন। তার সাহসিকতা, দেশপ্রেম ও নেতৃত্ব স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের কাছে তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
তিনি বাঘারপাড়া মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়া এবং নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর কাছে তাকে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে পরিণত করে।
মরহুমের মৃত্যুতে বাঘারপাড়া উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মরহুম আব্দুল আজিজ বিশ্বাসের নামাজে জানাজা বৃহস্পতিবার জোহর নামাজের পর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতি হারালো একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাকে, যার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)