নিজস্ব প্রতিবেদক : যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার বাঘারপাড়ার ধলগা রাস্তার মোড়ের বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে। উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায়, নোংরা পরিবেশের অভিযোগে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। ধ্বংস করা হয় মেয়াদবিহীন কিছু পণ্য। মঙ্গলবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
বেলা ১১ টার দিকে ভোক্তার অভিযানিক দল বাঘারপাড়ার ধলগা রাস্তার মোড়ের বাজারে অভিযান চালায়।
এ সময় মোল্লা ফুড এন্ড বেকারিতে অভিযান চালিয়ে উৎপাদিত পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্য না থাকায় মামলা দিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওই সময় কুণ্ডু মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে উৎপাদিত দই ও ঘিতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মামলা দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে একই অপরাধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে জেলা স্যানিটারী কর্মকর্তা নাজনিন নাহার , ক্যাব সদস্য আব্দুর রহমান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।